কীভাবে আরও বেশি ফরসা হওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া মানুষ। মানুষের গায়ের রং ফরসা হওয়ার আকাঙ্ক্ষাকে পুঁজি করে অনেকেই ব্যবসা পেতে বসেছেন। নামিদামি কোম্পানির পাশাপাশি অনলাইনেও অনেকে বিক্রি করছেন ফরসা হওয়ার ক্রিম। কিন্তু ফরসা হওয়ার এই ক্রিম নিয়ে দারুণ উদ্বেগ প্রকাশ করে মানুষকে ফরসা হওয়ার ক্রিম ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছে ইংল্যান্ড। সম্প্রতি দেশটিতে বাণিজ্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হাতে এ ধরনের কিছু পণ্য আসার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়। ইংল্যান্ডের উপভোক্তাদের রং ফরসাকারী ক্রিম ব্যবহারে সতর্কতা জারি করে বলা হয়েছে ‘যে কোনো মূল্যে’ এ ধরনের পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের জানিয়েছে, রং ফরসাকারী ক্রিমে থাকা উপাদান ত্বকের উপরিভাগের একটি স্তরকে ধ্বংস করে দিতে পারে। এর ফলে ত্বকে ক্যান্সারের ঝুঁকির সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct