পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলো রাজ্য বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে আগামী ১৫ অক্টোবর দেশের রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, 'গত চারদিনে ৮ জন নিহত হয়েছে। তারা সবাই বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা টার্গেট করে ওই ঘটনা ঘটাচ্ছে। আমরা সাহসের সঙ্গে এর মোকাবিলা করব। কলকাতায় বিক্ষোভ প্রদর্শন ছাড়াও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও সময় চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি তাদের অবহিত করা হবে। আমরা মমতার পদত্যাগ দাবি করছি। এমন সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct