বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, 'কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, আর এতে আপনার হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।' মহারাষ্ট্রের বুলধানা শহরে এক নির্বাচনী সমাবেশে একথা বলেন অমিত শাহ। এর আগে গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। ভারতের ওপর চাপ প্রয়োগ করতে কূটনৈতিক তৎপরতা জোরালো করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। আর কাশ্মীরকে বরাবর নিজেদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে আসছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটাকে মাথায় রেখে এদিন অমিত শাহ বলেন, 'বহু বছর ধরেই আমাদের অবস্থান হলো, আমরা কাশ্মীরে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করব না। যদি কোনো দেশ কাশ্মীর নিয়ে কথা বলার চেষ্টা করে, তাহলে আমরা বলি যে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা আমেরিকার প্রেসিডেন্ট হোন বা যেই হোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে বলেছেন, কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়, আর আপনার এতে হস্তক্ষেপ করার দরকার নেই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct