এবার বাড়ির পোষা কুকুরের এক অন্যরকম উপকারিতা খুঁজে পেলেন গবেষকরা। পোষা কুকুর তার মালিকের আয়ু বাড়াতে সহায়তা করে। ৭০ বছরের বছর ধরে গবেষণার পর এই তথ্য তুলে ধরেছে মাউন্ট সিনাই ইন্সটিটিউট। এই গবেষণার জন্য ইংল্যান্ড, কানাডা, স্ক্যান্ডেনেভিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমেরিকার ৪ কোটি মানুষের তথ্য কাজে লাগানো হয়েছে।এই গবেষণার প্রধান গবেষক ড. ক্যারোলিস ক্রেমার বলেন, ‘কুকুর পালন মৃত্যুর কারণ ২৪ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। যাদের একবার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে তাদের জন্য এটি আরো উপকারি। হৃদরোগে তাদের মৃত্যুর ঘটনা ৩১ শতাংশ কমে যায়।’
৩ লাখ ৩৬ হাজার আলাদা সুইডিশ মহিলা ও পুরুষের উপর আলাদা এক গবেষণায় দেখা গেছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই কুকুর পোষা উচিত। যারা একা থাকেন তাদের জন্য এর কোনো বিকল্প নেই।