সিবিএসই স্কুলগুলিতে এবার পঠনপাঠনে পরিবর্তন অানতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ দেশজুড়ে সিবিএসই স্কুলগুলিতে অাবার দশম শ্রেনির পরীক্ষা ফিরিয়ে অানা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর৷ শনিবার তিনি দিল্লিতে সাংবাদিকদের বলেন দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷
এবার থেকে সিবিএসই বোর্ডের অধীনে দশম শ্রেনির পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে৷ এতদিন ছাত্রছাত্রীরা দশম শ্রেনির পরীক্ষা সিবিএসই বোর্ডের অধীনে কিংবা স্কুলের অধীনে বসার ক্ষেত্রে নিজেরা নির্বাচন করত৷ এবার অার তারা স্কুলের অধিনে পরীক্ষা দিতে পারবে না, বোর্ডের পরীক্ষাতেই বসতে হবে৷
প্রকাশ জাভরেকার অারও জানান, ৫ম থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় কেউ ফেল করলে তাকে ক্লাসে তোলা হবে না৷ ওই ক্লাসেই থাকতো হবে৷ তবে তাকে একই ক্লাসে রেখে দেওয়ার অাগে ফেল করা পড়ুয়াদোর অারও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবো যাতে তারা তাদের পড়ার মানকো উন্নত করতে পারে৷ এক্ষেত্র উতরে গেলে তখন ক্লাসে তোলা যেতে পারে৷ যদিও সেক্ষেত্রে উত্তীর্ণ ক্লাসে তাদের দক্ষতার উপর নজর রাখা হবে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct