বিশেষ এক ধরনের স্পিডবোট তৈরি করছে ইরান। যেটা ঘন্টায় ১৮৫ কিলোমিটার গতিবেগে চলতে পারবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ শাখার কমান্ডার রিয়ার এডমিরাল আলী রেজা তাংসিরি এ কথা জানিয়েছেন। আলী রেজা তাংসিরি বলেন, খুব শীঘ্রই ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই স্পিডবোটের নির্মাণকাজ শুরু করবেন। ১৮৫ কিলোমিটার গতিবেগে চলতে পারে এমন নৌযান আজ উন্মোচন করা হচ্ছে।' ইরানের শীর্ষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, 'পারস্য উপসাগরে বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীন করা ছাড়া আর কিছু দেয়নি। বাইরের শক্তিগুলো তাদের অবৈধ উপস্থিতিকে নিরাপত্তা প্রতিষ্ঠার অযুহাতে বৈধতা দেয়ার চেষ্টা করে, অন্যদিকে তারা তাদের অস্ত্র বিক্রির জন্য যুদ্ধে লিপ্ত হয়। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct