সব রাজ্যের পুলিশ প্রধানদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে রিভিউ মিটিং করেছিলেন তার পরবর্তীতে কি অগ্রগতি তা খতিয়ে দেখা হবে। এছাড়া রাজ্য পুলিশের পরামর্শ নেওয়া হবে।
কাশ্মীর পরবর্তীতে এবং এনআরসি কে কেন্দ্র করে কি পরিস্থিতি বিরাজ করছে সেটাই মূলত আলোচনার বিষয় বস্তু হয়ে উঠবে।
এই বৈঠকটি ডেকেছে কেন্দ্রীয় গোয়েন্দা শাখা বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আই বি)।
আগামী ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই বৈঠকে উপস্থিত থাকবেন এনএসএ প্রধান অজিত দোভাল। সব রাজ্যের পুলিশের ডিজিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই বৈঠকের কথা প্রচার হাতে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, পাকিস্তান হল চালালে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। তাই আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা নিয়ে ঝালিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে এভাবে বিশেষ বৈঠক করার পর কাশ্মীর থেকে ৩৭০ ধরা প্রত্যাহার করা হয়েছিল। আর এবারের বৈঠকের পর যুদ্ধের দিকে পা বাড়ানো হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct