নৃশংসতার নজির সৃষ্টি করল ব্রাজিলের একটি স্কুলের গার্ড৷ ব্রাজিলের একটি নার্সারি স্কুলের গার্ড ৬জন শিশুছাত্র ও তাদের শিক্ষকের শরীরে অ্যালকোহল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে বলে বিভিন্ন অান্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে৷ অাহত হয়েছে অারো ৫০জন৷ এই ঘটনায় ব্রাজিল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷
যদিও ব্রাজিলের পুলিশ বলছে হত্যাকারী ওই গার্ড মানসিক বিকারগ্রস্থ। পরে অগ্নিদগ্ধ হয়ে সেও মারা যায়। ঘটনাটি ঘটেছে জানাউবা নামের একটি শহরে। সেখানকার মেয়র সাত দিনের শোক ঘোষণা করেছেন। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক ব্রুনো আতাইদে সান্তোস জানান, আনুমানিক ৫০ জন ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের অবস্থা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি। ৫০ বছর বয়স্ক ওই গার্ড অবশ্য অগ্নিদগ্ধ অবস্থায় কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যায়। হামলার সময় স্কুলটিতে ৮০টি শিশু উপস্থিত ছিল বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে৷