অনেক ভিখারিকে দেখে কটাক্ষ করতে দেখা যায় এই বলে যে লাখ টাকার ভিখারি। কার্যত লাখ টাকার ভিখারির সন্ধান মিলল বাণিজ্য নগরী মুম্বাইতে। মুম্বাইয়ে সম্প্রতি পথ দুর্ঘটনায় নিহত এক ভিখারির বাড়ি থেকে পাওয়া গেল দেড় লাখ টাকারও বেশি কয়েন। আর তার ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে আট লাখ টাকারও বেশি ফিক্সড ডিপোজিট থাকার খবর মিলল।
জানা গেছে, দক্ষিণ-পূর্ব মুম্বাইয়ের গোবান্দি এলাকার বস্তিতে একা থাকতেন বিরজু চন্দ্র আজাদ নামের ভিক্ষুক। ৪ অক্টোবর দুর্ঘটনায় মৃত্যু হয়। এক পদস্থ পুলিশকর্তা জানান, গোবান্দি ও মানখুর্দের মধ্যে রেললাইন পার হওয়ার সময় শুক্রবার রাতে দুর্ঘটনায় মৃত্যু হয় বিরজু চন্দ্র আজাদের। এরপর তার জীর্ণ ঘরে হানা দেয় পুলিশ। সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ তাদের। ঘরে থাকা স্তুপাকার কয়েন গুণতে কয়েক ঘন্টা লেগে যায় পুলিশকর্মীদের। শেষ পর্যন্ত তারা দেখেন, কয়েনেই ভিক্ষুকের সঞ্চয় দেড় লাখ টাকা।
পুলিশ জানায়, তার সঙ্গে ছিল একটি ভোটার পরিচয়পত্র, প্যানকার্ড ও আধারকার্ড। ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরানো খবরের কাগজ ও পলিথিন ব্যাগ। সেসবের মধ্যে সন্ধান পায় ফিক্সড ডিপোজিটের। জানা যায়, ওই ভিক্ষুক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন ৮ লাখ ৭৭ হাজার টাকা। পুলিশ মৃত ভিক্ষুকের বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে বলেও জানতে পারে।
বিরজু চন্দ্রের মৃত্যুর পর, তার আত্মীয়দের সন্ধান করতে গোবান্দির বাড়িতে যায় পুলিশ। সেখানেই দীর্ঘদিন ধরে বিরজু চন্দ্রের জমানো টাকা দেকে অবাক হন পুলিশ কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct