পণবন্দিদের বিনিময়ে দলের সদস্যদের ছাড়িয়ে আনার খেলায় ফের মাতল আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালিবানরা। ২০১৮ সালের মে মাসে অপহরণ হওয়া তিন ভারতীয় ইঞ্জিনিয়ারের মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন আফগানিস্তানের একাধিক তালিবান নেতা।বিশিষ্ট তালিবান নেতারাসহ মোট ১১ তালেবান সদস্য মুক্তি পেয়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে এক বছরেরও বেশি সময় আগে অপহরণ হয়েছিলেন সাত ভারতীয় ইঞ্জিনিয়ার। সেখানেই বন্দি করে রাখা হয়েছিল। আফগানিস্তানের উত্তরাঞ্চলে বন্দি করে রাখা ওই ইঞ্জিনিয়ারদের তাদের মধ্যে রোববার খুব সকালে তিনজনকে মুক্তি দেওয়া হয় এক অজ্ঞাত স্থানে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানদের নতুন বৈঠকের পরই বন্দি বিনিময়ের এই খবর বিবিসি।
বিবিসি সূত্র জানিয়েছে,
আফগানিস্তান থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর গত সপ্তাহে প্রথম দু’পক্ষে ওই বৈঠক হয়। তালিবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত জালমে খলিলজাদ। বৈঠকে নানা বিষয়ের মধ্যে বন্দিবিনিময় নিয়েও আলোচনা হয় বলে বিবিসিকে জানিয়েছেন কর্মকর্তারা।
মুক্তি পাওয়া তালিবানের মধ্যে বিশিষ্ট তিনজন হচ্ছেন, নিমরোজ প্রদেশের প্রাক্তন গভর্নর, কুনার প্রদেশের প্রাক্তন গভর্নর এবং প্রভাবশালী হাক্কানি গ্রুপের তালিবান সদস্য। এদের সঙ্গে মুক্তি পেয়েছেন আরও ৮ তালিবান সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct