ন্যাশনাল কনফারেন্সের পর এবার পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপির নেতারা মেহবুব মুফতির সঙ্গে দেখা করার অনুমতি পেলেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর মেহবুবা মুফতি সহ কাশ্মীরি নেতারা গৃহবন্দি রয়েছেন।
আজ সোমবার প্রধান মেহবুবা মুফতির সঙ্গে দলটির নেতৃবৃন্দের দেখা করার অনুমতি দিয়েছে জম্মু ও কাশ্মির প্রশাসন। আজ পিডিপির এক প্রতিনিধি দল মুফতির সঙ্গে দেখা করবেন।
এর আগে আজ জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন সাংসদদের দল প্রাক্তন মুখ্যমন্ত্রী নেতা ফারুক আব্দুল্লাহ ও উমর আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু এবং কাশ্মীর সম্পর্কিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে আটক রাজনৈতিক নেতাদের মধ্যে মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ এবং উমর আব্দুল্লাহ অন্যতম।
পিপলস ডেমোক্রেটিক পার্টির এক মুখপাত্র ফেরদৌস তাক বলেন, 'দলীয় প্রধান মেহবুবা মুফতির সঙ্গে দেখা করতে দলের সাধারণ সম্পাদক বেদ মহাজনের নেতত্বে একটি প্রতিনিধি দল যাবেন। দলের বাকি সদস্য কারা হবেন তা নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৫ থেকে ১৮ সদস্যের একটি দল যাবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct