অসমের সর্বজনীন দুর্গাপূজায় মেতে উঠেছে মানুষ। নতুনপাড়া আয়োজিত দুর্গাপূজার থিম সম্প্রীতির মেলবন্ধন। অসম জুড়ে তথা নিম্ন মধ্য সর্বত্র দুর্গাপূজা কমিটিগুলো থিম নিয়ে গুরুত্ব দিয়েছে। কোথাও ডাকের সাজে দুর্গা প্রতিমা কোথাও আসামি সাজের পরম্পরা। কোথাও শ্রীকৃষ্ণ অর্জুনার সাজ। শিলচর বিবেকানন্দ রোড দুর্গাপূজা কমিটি ৫০ বর্ষ পূর্তি উপলক্ষ চমক দেখিয়েছে। ডার্কের সাজে প্রতিমা। কাঠপুতলের আদলে পূজামণ্ডপ। সঙ্গে আলোর রোশনাই। বঙ্গাইগাঁওও ব্যতিক্রম নয়। থিমের লড়াই প্রতিটি পূজা মণ্ডপ দর্শকদের মোহিত করেছে। দাংগাতলা ওয়েস্ট কলোনি পূজা মণ্ডপ নটরাজের আদলে। কিন্তু নতুনপাড়া সার্বজনীন পূজা কমিটি একটু ব্যতিক্রম। কেননা এখানে বিগ বাজেট না হলেও অষ্টমীতে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। জাতপাত নিৰ্বিশেষ সকলের জন্য সুস্বাদু রকমারি খাবার পরিবেশন করা হয়েছে। সহকারী সম্পাদিকা অর্চনা সূত্রধর বলেন, এই পূজা পুরুষ মহিলা মিলে আয়োজন করা হয়। বিগ বাজেট না হলে ও কোনো গুনে কম নয়। ভুরিভোজ আয়োজন করা হয়। হিন্দু মুসলিম, শিখ নেপালি সর্বধর্মের মানুষ অংশ নেয়। সম্প্রীতির এই মেলবন্ধন প্ৰশংসনীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct