আফ্রিকার গরিব দেশ হিসেবে পরিচিত রুয়ান্ডা। সেখানে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী ও রুয়ান্ডা সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। সেইরুয়ান্ডার উত্তরাঞ্চলীয় জেলাশহর মুসানজির ভলকানোস ন্যাশনাল পার্কের কাছে শনিবার রাতে এক জঙ্গি হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। পার্কটির কাছের পার্বত্য এলাকা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত।
রুয়ান্ডা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, একটি বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে ৮ জন নিহত নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রুয়ান্ডান ডেভেলপমেন্ট বোর্ড। পুলিশের এক বিবৃতি থেকে জানা গেছে, নিরাপত্তাবাহিনী হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
ট্যুরিজম কর্মকর্তারা জানান, মুসানজি জেলায় ওই হামলার পর ভলকানোস ন্যাশনাল পার্কটির সকল পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে রুয়ান্ডান বিদ্রোহীরা একই এলাকায় এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরে এক হামলায় দুইজন রুয়ান্ডান সেনা নিহত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct