চন্দ্রযান-২ এর অর্বিটার থেকে তোলা চন্দ্রপৃষ্ঠের হাই রেজুলিউশনের ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৫ সেপ্টেম্বরে ৪.৩০ আইএসটি সময়ে। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূর থেকে তোলা এই ছবিটি ১৪ কিমি ব্যাসার্ধের ও ৩ কিমি গভীরের।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের ৭ তারিখে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ মুহূর্তে থমকে যায় চাঁদে প্রবেশের স্বপ্ন। পৃথিবী থেকে দীর্ঘ ৪৭ দিনের যাত্রা শেষে চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকতেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর তৈরি চন্দ্রযান-২। তারপর থেকে ল্যান্ডার বিক্রমের খোঁজ মেলেনি।
বিক্রমের সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি ইসরোর বিজ্ঞানীরা। এমনকী চাঁদের পৃষ্ঠে বিক্রমের কোনো ছবিও প্রকাশ করা হয়নি। ইসরো শত চেষ্টা করার পর শেষ আশা ছেড়ে দিয়েছে।
মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে ২০শে অগাস্ট এবং ৭ই সেপ্টেম্বর রাতে চাঁদের বুকে অবতরণ করার কথা ছিল। এর একমাস আগে সেটি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। বিক্রম নামের এই অবতরণকারী যানটি চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এর পর চন্দ্রযান-২ এর তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি প্রকাশ করল ইসরো। চন্দ্রযান ২ এর হাই রেজুলিশন ক্যামেরায় তোলা এই ছবিতে চাঁদের দক্ষিণ মেরুতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট গহ্বরগুলিও। এছাড়া সৌরবিকিরণ মাপতে চন্দ্রযান ২-এর এক্সরে স্পেক্ট্রোমিটার ‘কাজ শুরু করেছে’ বলে জানিয়েছে ইসরো।
চন্দ্রযান ২-এর অরবিটারের তোলা হাই রেজুলিশনের ছবিতে দেখা যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর বগোলাস্কি-ই গহ্বরের অংশবিশেষ। ১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার গভীর এই গহ্বরের খুঁটিনাটি ধরা পড়েছে চন্দ্রযান ২ এর ক্যামেরায়। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে তোলা এই ছবি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct