শারদোৎসবের বার্তা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে রয়েছে দুর্গোৎসবের হরেক আয়োজনে। আটলান্টিক কাউন্টির এবসিকন সিটির ৪৪৪, পশ্চিম ক্যালিফোর্নিয়া এভিনিউতে অবস্থিত রাধা কৃষ্ণ মন্দির এবং আটলান্টিক সিটির ১০৯ ,উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত হিন্দু মন্দিরে গত ৩,অক্টোবর, বৃহস্পতিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শারদোৎসবের দ্বিতীয় দিনে গত ৪,অক্টোবর, শুক্রবার সাড়ম্বরে সপ্তমী পূজা উদযাপিত হয়েছে, শনিবার অষ্টমী, আর রবিবার নবমী পালিত হয়। তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে।শুক্রবার সকালে ত্রিণয়ণী দেবী দুর্গার চক্ষুদান করা হয়, খুলে যায় দশপ্রহরণধারিনী ত্রিনয়নী দেবী দুর্গার অতল স্নিগ্ধ চোখের পলক। এরপর বেল, ধান, কলা, মান, জয়ন্তীসহ নয়টি উদ্ভিদের সমন্বয়ে দেবী দুর্গার নয়টি রূপ একত্রে করে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সপ্তমী পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন করা হয়। দুপুরে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অষ্টমী ও নবমী পূজা অর্চনার মধ্যে দিয়ে কাটছে সেখানকার বাঙালিদের দুর্গাপূজা।
সন্ধ্যা গড়াতেই দুই মন্দিরেই পূজার্থীদের ঢল নামে।আবাল বৃদ্ধবনিতা বাহারি পোশাকে সজ্জিত হয়ে আনন্দোৎসবে মেতে ওঠে।সন্ধ্যায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।এই পর্ব শেষ হতে না হতেই পূজার ঢাকে পড়ে কাঠি। ঢাকের বাদ্যির তালে তালে সবাই মেতে ওঠে আরতিতে।এক সময় রাত নিশুতি হয়,থেমে যায় ঢাকের বাদ্যি। মহাপ্রসাদ আস্বাদন শেষে ভক্তরা ফিরে যায় আপন ডেরায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী হিন্দুরা এদিন মেতেছিল শারদোৎসবের অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ- এই ছিল সবার অন্তরের কামনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct