বাচ্চা বলে কথা। খাদের মধ্যে পড়ে যাওয়ায় তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল আরো পাঁচ জনের। তবে তারা মানুষ নয়, হাতি। একটা শাবক হাতিকে বাঁচাতে গিয়ে থাইল্যান্ডের একটি পার্কে জলপ্রপাতের খাদে পড়ে ছটি হাতির মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির খাও ইয়া ন্যাশনাল পার্কে হাতিগুলোর মরদেহ পাওয়া যায়। হাতির একটি শাবককে বাঁচাতে গিয়ে অন্য পাঁচটি হাতির মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই জলপ্রপাতে হাতি মরার ঘটনা নতুন নয়। ১৯৯২ সালে এই জলপ্রপাতে একই সঙ্গে আটটি হাতির মৃত্যু হয়েছিল। হাতির মৃত্যুর কারণে খরস্রোতা ওই জলপ্রপাতকে স্থানীয়রা ‘নরকের খাদ’ বলে থাকে। পার্ক কর্তৃপক্ষ বলছে, ওই ছটি হাতির মধ্যে তিন বছর বয়সী একটি হাতি শাবক ছিল। প্রথমে শাবকটি পা পিছলে জলপ্রপাতের খাদে পড়ে যায়। এরপর ওই শাবককে বাঁচাতে একে একে অন্য হাতিরা খাদে পড়ে বলে তাদের ধারণা।
যদিও পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, যেখানে ওই মরদেহগুলো পাওয়া যায় তার কাছাকাছি স্থানের একটি শিলাখণ্ডের ওপর থেকে দুটি জীবিত হাতি উদ্ধার করা হয়েছে। এগুলোও ওই হাতি শাবককে বাঁচানোর চেষ্টা করে আহত হয়। এ বিষয়ে পার্কের প্রধান খানছিত শ্রীনোপাওয়ান বলেন, আহত হাতি দুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে থাইল্যান্ডের ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডউইন উইকের ভাষ্য, উদ্ধার হওয়া হাতির দুটি টিকে থাকা ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ হাতিগুলো নিজেদের নিরাপত্তা ও খাদ্যের জন্য পাল ধরে চলাচল করে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct