বারে বারে জঙ্গি হামলার আশঙ্কা অনেক সময় ঘুম ছুটে যায় নিরাপত্তা বাহিনীর। তখন দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়ে থাকে হাতে মাছিও গলতে না পারে। এবার সেই নিরাপত্তা নজিরবিহীনভাবে বাড়ানো হচ্ছে। ঠিক যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করে থাকে এফবিআই তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রায় একই ব্যবস্থা যারা হচ্ছে। এ নিয়ে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে খবর প্রকাশিত হয়েছে।
ওই খবর সূত্র জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বিমানের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় বিশেষ বিমান কেনা হচ্ছে। এই বিশেষ বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সুরক্ষা ব্যবস্থা। বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। খরচ হবে ১৯ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় ১২০০ কোটি টাকা।
হিন্দুস্তান টাইমসের খবরে আরো বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জুন মাসেই নরেন্দ্র মোদির যাতায়াতের তালিকায় যুক্ত হচ্ছে এই বিশেষ বিমান। বোয়িং ৭৭৭ বিমানটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বিমানের মতোই বিমানটি তৈরি করা হয়েছে। যার ভারতীয় নাম এয়ার ইন্ডিয়া ওয়ান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এই বিমানে চলাচলের সুবিধা পাবেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও যেতে পারবেন বলে জানা গেছে।
মোদির জন্য আনা এই বিশেষ বিমান দিল্লি থেকে সরাসরি ওয়াশিংটন পর্যন্ত একটানা উড়তে সক্ষম। যাত্রাপথের মাঝে কোনো জ্বালানি ভরতে হবে না বিমানটিতে। বর্তমানেপ্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যে বিমানে সফর করেন সেগুলো প্রায় ২৬ বছরের পুরোনো। তাই সেগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
মোদির এই অত্যাধুনিক বিমানে সব রকম আধুনিক প্রযুক্তির ব্যবস্থা থাকছে। থাকছে গোটা অফিস। অত্যাধুনিক এই বিশেষ বিমান থেকে যোগাযোগ করা যাবে সবখানে। বিমানে থাকছে প্রশস্ত দফতর, বৈঠক করার জন্য আধুনিক হল। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে, নরেন্দ্র মোদির জন্য আনা এই বিশেষ বিমানেও তেমনি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শত্রুপক্ষের রাডার জ্যাম করার ক্ষমতার প্রযুক্তি থাকবে বিমানে। এই বিশেষ বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা। পাইলট আগেই জানতে পারবেন বিমানে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে কি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct