১০০ মিলিয়ন ইউরো দিয়ে হ্যাজার্ডকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি, এমনকি অন্যকে গোল করাতেও পারেননি। সে দুঃখ শনিবারের ম্যাচেই ভুললেন হ্যাজার্ড।
রিয়াল মাদ্রিদে জার্সি গায়ে দিয়ে প্রথম অফিসিয়াল গোল করলেন ইডেন হ্যাজার্ড। শনিবার গ্রানাডার বিপক্ষে ৪-২ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেন এই বেলজিক তারকা। তাছাড়া দলের তৃতীয় গোলে অ্যাসিস্ট করেন হ্যাজার্ড। চেলসি থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর এই প্রথম হ্যাজার্ডকে দেখা গেলো সেরা ছন্দে।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৪ ও ১৩ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা।
ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গ্যারেথ বেলের অ্যাসিস্টে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান হ্যাজার্ড। ৬১তম মিনিটে স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলেন লুকা মদরিচ। কিন্তু ৬৯ ও ৭৭ মিনিটে দুই গোল হজম করে বসে রিয়াল। তাতে জয়বঞ্চিত হওয়ার শঙ্কা জাগে বার্নাব্যুর দর্শকদের মনে। তবে ৯২তম মিনিটে হামেস রদ্রিগেজের গোলে কেটে যায় সব শঙ্কা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct