কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের তীব্র সমালোচনা মার্কিন সিনেটরের
কাশ্মীর উপত্যকায় প্রবেশের অনুমতি না পেয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন।
এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে ক্রিস ভ্যান হলেন তার মত প্রকাশ করেছেন। অভিযোগ করেছেন, তিনিই প্রথম মার্কিন কংগ্রেস সিনেটর যাকে কাশ্মীর যেতে দেওয়া হল না।
সংবাদ মাধ্যম সূত্রে আরো জানা গেছে, সম্প্রতি দুই দিনের সফরে ভারতে আসেন ক্রিস ভ্যান। বৃহস্পতিবারএবং শুক্রবার দিল্লিতে একাধিক আমলা এবং কর্মকর্তার সঙ্গে দেখাও করেন। ভারতে আসার এক সপ্তাহ আগে কাশ্মীরে প্রবেশের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনুমতি দেওয়া হয়নি। কারণ, কাশ্মীরকে শান্ত রাখাই সরকারের লক্ষ্য। তাই মার্কিন সিনেটরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। আর তাকে যেতে না দেওয়ায় মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন ক্রিস ভ্যান।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, নিজের চোখে কাশ্মীরের পরিস্থিতি দেখতে চেয়েছিলাম। এজন্য এক সপ্তাহ আগে আবেদনও জানিয়েছি। তারপরও অনুমতি মেলেনি। কাশ্মীরে যাওয়ার জন্য এখন উপযুক্ত সময় নয় বলে তাকে জানিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ক্রিস ভ্যান হলেনের বাবা ক্রিস্টোফার ভ্যান হলেন সিনিয়র একসময় পাকিস্তান ও ভারতে মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন। পাকিস্তানের করাচিতে জন্মেছেন ক্রিস। সেখানেই একটি স্কুলে পড়াশোনা করেছেন। এজন্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং কাশ্মীর সমস্যা সম্পর্কে তিনি অবগত আছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct