ডোনাল্ড ট্রাম্পের আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে নিশানা করল ইরান। ৪ অক্টোবর শুক্রবার এক ব্লগপোস্টে এ তথ্য জানিয়েছে প্রখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। মাইক্রোসফট ব্লগে যে পোস্ট করেছে সেই সূত্রের বরাত দিয়ে বিদেশি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে সংশ্লিষ্টদের নিশানা করে সাইবার হামলা চালানো হয়েছে। আর এই সাইবার হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা। ওইসব হ্যাকারদের সঙ্গে ইরান সরকারের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ বলা হয়েছে।
শুক্রবার মাইক্রোসফট এক ব্লগ পোস্টে জানিয়েছে, বর্তমান ও প্রাক্তন মার্কিন সরকারের কর্মকর্তা, বিশ্বরাজনীতি নিয়ে কাজ করা সাংবাদিক এবং যারা ইরানের বাইরে বসবাস করছেন তাদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে।
যদিও, ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র টিম মুর্তোফ জানিয়েছেন, তাদের কাছে সাইবার হামলার কোনো প্রভাব দেখা যায়নি।
সাইবার হামলা প্রসঙ্গে মাইক্রোসফটের ব্লগে বলা হয়েছে, সম্প্রতি একটি গ্রুপ যাদের আমরা ফসফরাস নামে ডেকে থাকি; তাদের কিছু সাইবার কার্যক্রম আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
গত আগস্ট ও সেপ্টেম্বরে বিশেষ ব্যবহারকারীদের ইমেইল অ্যাকাউন্ট শনাক্তের জন্য দু হাজার ৭০০ বারেরও বেশি দফায় চেষ্টা চালিয়েছে ফসফরাস। পরবর্তীতে তারা ২৪১টি অ্যাকাউন্টে সাইবার হামলা চালায়।
সাইবার হামলার শিকার যে চারটি অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে তার সব কটি বর্তমান ও প্রাক্তন মার্কিন সরকারের অফিসিয়াল কর্মকর্তাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct