মহালয়া এলেই বোধন শুরু হয়ে যায় দুর্গাপূজার। মহালয়ার এক সপ্তাহ পরেই মহাসপ্তমী। এ বছর মহাসপ্তমী শনিবার ৫ অক্টোবর। কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২০ সালে মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো হবে। ফলে আশ্বিন মাসে দেবী দুর্গার মর্ত্যে আসা হচ্ছে না। তিনি আসবেন কার্তিকে। আগামী বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর। পঞ্জিকা মতে, আগামী বছর দুটো অমাবস্যা একই মাসে পড়ায় আশ্বিন মাস মল মাস হিসেবে চিহ্নিত। বাংলা সনের প্রথম ৬ মাসের মধ্যে যে মাসে দুটি অমাবস্যা হবে সেটিই মল মাস। এই মল মাসে কোনও শুভ কাজ করা হয় না বলে পুরোহিতরা বলে থাকেন। ফলে পুজা পিছিয়ে কার্তিক মাসে হবে।
ষষ্ঠী পড়েছে মহালয়ার ৩৫ দিন পর, ২২ অক্টোবর। মহালয়ার সঙ্গে দেবীর বোধনের সময়ের তফাৎ ছিল এক মাসেরও বেশি সময়। পঞ্জিকা মতে, আগামী বছর কালীপুজা হবে মহালয়ার দুই মাস পরে। সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা আকাদেমির অধ্যক্ষ জয়নমশ কুশারী বলেছেন, মল মাসে কোনও শুভকাজ করা যায় না। লিপ-ইয়ার যেমন চার বছর অন্তর ফিরে আসে, তেমনি প্রতি ২ বছর ৩ মাস থেকে ২ বছর ৯ মাসের মধ্যে মল মাস ফিরে আসে। এতে কোনও অস্বাভাবিকতা নেই। এমনটা এর আগে ১৯৮২ সালে এবং ২০০১ সালেও হয়েছে। তাই আমরা যারা সাধারণ অভ্যস্ত মহালয়া মানেই দুর্গাপুজো এসে গেল আগামী বছর তা হচ্ছে না। মহালয়ার পর ৩৫ দিন অপেক্ষা করতে হবে পুজোর জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct