সোশ্যাল মিডিয়া ছাড়া এখন নতুন প্রজন্ম এগোতে চায় না।
তাই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। কিন্তু ফেসবুক ব্যবহার নিয়েও এলহান নানা অভিযোগ শুনতে পাওয়া যায়। অনেকে অবাঞ্ছিত পোস্ট করেন যা একেবারেই কাম্য নয়। অনেকে সাম্প্রদায়িক পোস্ট করে বিদ্বেষ সৃষ্টি হয়। এই ধরণের পোস্ট করা থেকে বিরত থাকার কথা বললেও অনেকে শোনেন না। এবার সেই সব অবৈধ ও অবাঞ্ছিত পোস্ট ফেসবুক থেকে সরাতে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত এক নির্দেশ জারি করেছে।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত এক নির্দেশে বলেছে, এখন থেকে অবৈধ এসব পোস্ট সরিয়ে ফেলার জন্য ফেসবুক কিংবা সমগোত্রীয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ওয়েবসাইটকে নির্দেশ দেওয়া হবে। শুনানিতে এ প্রসঙ্গে জানানো হয়, ফেসবুক ব্যবহারকারীরা সব পোস্ট রিপোর্ট করবে, সে অপেক্ষায় না থেকে বরং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উচিত নিজ উদ্যোগে অবৈধ পোস্ট খুঁজে তা ডিলিট করে ফেলা।
যদিও ফেসবুক কর্তৃপক্ষ এই নির্দেশ বাকস্বাধীনতার উলংঘন বলে প্রশ্ন তুলেছে।
যে মামলাটিকে কেন্দ্র করে এই নির্দেশ সে সম্বন্ধে জানা গেছে, অস্ট্রেলীয় রাজনীতিবিদ ইভা গ্লয়িশনিগ-পিয়েশ্চেক সম্পর্কে ফেসবুকে এক অবমাননাকর পোস্ট নিয়ে এই মামলাটি করেন। অস্ট্রেলিয়ার আদালত থেকে বলা হয়েছে, ওই পোস্ট তার সুনাম ক্ষুণ্ণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী ব্যবহারকারীর অবৈধ পোস্ট যতক্ষণ না পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের গোচরে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের দায়ী করা যাবে না। আর গোচরে এলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলতে হবে। কিন্তু হাজার হাজার অবৈধ পোস্ট ফেসবুক থেকে মিভাবে শনাক্ত করে সরানো হবে তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি।