শারদীয় দুর্গোৎসব এখন জোরকদমে চলছে। মহাসপ্তমীতে কলকাতা সহ রাজ্যজুড়ে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে দীর্ঘ লাইন। আর কদিন পরেই বিজয়া দশমী। কিন্তু, বিজয়া দশমীর ভাসানকে কেন্দ্র করে দুশ্চিন্তা দানা বেঁধেছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে এক নির্দেশ জারি করে বলেছে, পরিবেশ সুরক্ষায় ঐতিহাসিক গঙ্গা নদীতে এবার প্রতিমা বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এর ফলে দশেরা, দীপাবলি, ছট, সরস্বতী পূজাতেও প্রতিমা বিসর্জনের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইরিমাধ্যে পশ্চিমবঙ্গসহ দেশের মোট ১১টি রাজ্যকে গঙ্গায় প্রতিমা বিসর্জনের নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশে বলা হয়েছে, গঙ্গা বা তার কোনো উপনদীতে প্রতিমা বিসর্জন করা যাবে না। নির্দেশটি অমান্য করা হলে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
যে সমস্ত রাজ্যকে এই নির্দেশ পাঠানো হয়েছে সেগুলি হল, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিসগড় ও রাজস্থান।
যদিও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এখনো এমন নির্দেশ আসেনি বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দিল্লি থেকে আমার কাছে এমন কোনো চিঠি কিংবা নির্দেশনা আসেনি।’
যদিও জানা গেছে কেন্দ্রের ওই নির্দেশে সংশ্লিষ্ট রাজ্যগুলো ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে ব্যাপারে উৎসব শেষে পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই নির্দেশের পিছনে রয়েছে গঙ্গা দূষণের আশঙ্কা।
চলতি বছরের শুরুর দিকে জুলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তা কৈলাস চন্দ্র একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তাতে বলা হয়, দূষিত জলের পাশাপাশি গঙ্গা দূষণের অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্য। বিশেষত মাইক্রো প্লাস্টিক। যা মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য সংকট সৃষ্টি করছে। তাছাড়া দূষণের ফলে গঙ্গার প্রাণী ও উদ্ভিদ জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহু গাঙ্গেয় জীব- বিশেষত শুশুক, ডলফিন, কচ্ছপসহ বিভিন্ন দুর্লভ প্রজাতির মাছের অস্তিত্ব পুরোপুরি বিপন্ন হয়ে পড়েছে।
তারই সূত্র ধরে এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। এর ফলে কলকাতা ও গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই শঙ্কায় রয়েছে বিভিন্ন পুজো কমিটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct