গুগলের ডুডলে স্থান পেলেন প্রখ্যাত ভারতীয় গায়িকা বেগম অাখতার৷ আখতারি বাঈ ফৈজাবাদি বা বেগম আখতার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গোত্রের গান গাইতেন৷ একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা হিসেবে নিজেক প্রতিষ্ঠিত করেছিলেন৷ অাজও তিনি স্মরণীয়৷ তার জন্ম ভাদার্সায়৷ ১৯১৪ সালের ৭ অক্টোবর৷ তাই অাজ ডুডল বেগম অাখতারকে স্মরণ করে বিশেষ মর্যাদা দিল৷
১৯৭৪ সালের ৩০ অক্টোবর তিনি পরলোকগমন করেন৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct