ক্রাইস্টচার্চে মসজিদ হামলার পর থেকে শরণার্থীদের উপর কড়া নজর রাখছিল নিউজিল্যান্ড সরকার। এবার শরণার্থীদের ব্যাপারে কঠোর মনোভাব দেখালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। শুক্রবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান ঘোষণা করেছেন, দশ বছরের পুরোনো শরণার্থী বিষয়ক বর্ণবাদী একটি আইন বাতিল করা হল।
এই শরণার্থী বিষয়ক আইন অনুযায়ী মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর অভিবাসী ও শরণার্থীরা শুধু তাদের কোনো আত্মীয় নিউজিল্যান্ডে থাকলে দেশটিতে অভিবাসনের সুযোগ পেতেন। আইনটি তৈরি হয়েছিল পূর্ববর্তী ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন মধ্য-ডান ধারার সরকারের সময়ে।
বাতিল হওয়া এ আইনের আওতায় প্রতি বছর এক হাজার শরণার্থী ঠাঁই পেত নিউজিল্যান্ডে। যেখানে নিউজিল্যান্ডে অভিবাসনের সুযোগ পেতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর ১৪ শতাংশ শরণার্থী।
উল্লেখ্য, এ বছরের মার্চ মাসে ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই এক দশক ধরে প্রচলিত এই আইনটি বাতিলের কথা ভাবছিল নিউজিল্যান্ড সরকার। অবশেষে আজ সেটা বাতিল করার সিদ্ধান্ত কার্যকর হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct