ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের বায়ুসেনা প্রধান রাকেশ কুমার ভাদুরিয়া। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, পাকিস্তানের পক্ষ থেকে কোনও জঙ্গি হামলা হলে ভারতও আর চুপ থাকবে না। তখন দ্বিতীয় বালাকোট এয়ারস্ট্রাইক হবে। চলতি বছরে পুলওয়ামার হামলার জবাবে ভারত আকাশপথে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় পাকিস্তানের বালাকোটে। গুঁড়িয়ে দেওয়া হয় জয়েশ-ই-মোহাম্মদের জঙ্গি ঘাঁটিগুলো। বহুদিন পর ভারতের যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের আকাশে ঢুকে পড়ে। গভীর রাতের সেই অভিযান বালাকোট এয়ারস্ট্রাইক নামে পরিচিতি হয়। ভারত স্পষ্ট জানায়, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিতেই এই এয়ারস্ট্রাইক। কারণ, এই ঘাঁটি থেকে প্রশিক্ষণ নিয়ে জঙ্গিরা ভারতের বুকে হামলা করে। তাই দেশের সুরক্ষার স্বার্থেও এই এয়ারস্ট্রাইক। রাকেশ কুমার ভাদুরিয়ার দাবি, বালাকোট ঘটনা থেকেও পাকিস্তান কোনও শিক্ষা নেয়নি। এখনও প্রতিবেশী দেশটি ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার সব রসদ জঙ্গিদের জোগাচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জঙ্গি হামলা হলে তার জবাব দিতে ভারতীয় বায়ুসেনা প্রস্তুত। ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে সেই মতো কাজ করবে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct