পাক সীমান্তের বালাকোটে ভারত এয়ার স্ট্রাইকের পরের দিন শ্রীনগরে একটি এমআই ১৭ ভিএস হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। সেই হেলিকপ্টারটি সে সময় মনে করা হয়েছিল পাকিস্তানের। তবে ভারতীয় বায়ুসেনার প্রধান রাকেশ কুমার সিং ভাদরিয়া ভুল স্বীকার করে বলেন, 'ওই দিন পাকিস্তানি হেলিকপ্টার মনে করে যেটিকে গুলি নামানো হয়েছিল তা আসলে ছিল ভারতীয়, যা বড় ভুল ছিল বায়ুসেনার। যাতে প্রাণ হারিয়ে ছিলেন ৬ জন ভারতীয় বায়ুসেনার কর্মকর্তা ও একজন সাধারণ নাগরিক। ওই দিনের ঘটনা বড় ভুল ছিল। আমাদের মিসাইল ধ্বংস করে ছিল আমাদের হেলিকপ্টার। এই ঘটনায় ইতোমধ্যে অপরাধীদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নিয়েছে বায়ুসেনার।' তদন্তে দেখা যায়, হেলিকপ্টারটিকে সাধারণভাবে গুলি চালিয়ে ও স্পাইডার এয়ার ডিফেন্স মিসাইলের সাহায্যে নামানো হয়েছিল।পরে জানা যায়, হেলিপক্টারটি ওড়ার ১০ মিনিটের মাথাতেই সেটিকে গুলি করে নামানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct