প্রবল বৃষ্টি ও বন্যায় ভারতে ১৬০০ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে অবশ্য এই সংখ্যা ১৬৭৩ জন। অধিকাংশ ক্ষেত্রে দেওয়াল ভেঙে যাওয়া ও বাড়ি ধসে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বন্যাসংক্রান্ত ঘটনায় ৩৭১ জন মারা গিয়েছে। উত্তরপ্রদেশে প্রবল বর্ষণের কারণে আট শতাধিক বাড়ি ও কৃষিজমি তলিয়ে গিয়েছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে।চলতি বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৫০ বছরের গড়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এছাড়া এবারের বর্ষা অক্টোবর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রবল বৃষ্টি ও বন্যার কারণে উত্তরপ্রদেশ ও বিহারে ১৪৪ জন মারা গিয়েছে।পাটনার বাসিন্দারা জানিয়েছেন, তাদেরকে কোমর জল পার হয়ে প্রয়োজনীয় খাদ্য ও দুধ কিনতে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct