ঈদের ফটোশুট করে বিতর্ক সূষ্টি করেছে বাংলাদেশের প্রথম সারির জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘মেনজ ক্লাব’, । ঈদকে সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন পণ্যের ফটোশুট হয়েছে মসজিদের ভিতরে। তাদের এমন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পর থেকে বইছে সমালোচনার ঝড়। ছবিতে দেখা যায় লাইট, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার এবং সহকারীরা মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছেন। সঙ্গে আছেন একজন মহিলাও। জানা গিয়েছে, পুরানো ঢাকার আরমানিটোলার ‘তারা মসজিদ’ এই ফটোশুটটি করা হয়। ক্যামেরার দায়িত্বে ছিলেন শাকিব মুহতাসিম। আর মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মাহবুব, নাহিদ। মসজিদে এ ধরনের ফটোশুট প্রসঙ্গে ফেসবুকে মাসুদ আনসারী নামে একজন লিখেছেন, মসজিদে চলছে ব্র্যান্ড মেনজ ক্লাব এর ঈদ কালেকশন শুট! এমন কাজকে ধিক্কার জানাই। মসজিদ কর্তৃপক্ষ কই? এরা কীভাবে ঢুকলো? আমার প্রশ্ন হচ্ছে, এরা সাহসটা কোথা থেকে পেল?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct