পরিবারকে সব সময়েই তিনি প্রাধান্য দেন। রাজ্যের মা বোনেদের প্রতিও বারে বারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে সহমর্মিতার কথা।তবে তাঁর জীবনের আদলে তৈরি হওয়া বাংলা ছবির টিজার যেন সেই সমস্ত জল্পনাকে উসকে দিয়েছে জনতার কাছে। টিজারের দেখা গিয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের আদলে তৈরি হওয়া চরিত্র ইন্দিরা তার এক পরিচিত যুবককে বলছে, তুমি বিয়ের কথা বলছো তো, কিন্তু আমার জীবনের লক্ষ্যটা যে মানুষের জন্য কিছু করা। মুখ্যমন্ত্রীর জীবনের আদলে তৈরি হওয়া ছবির নাম ‘বাঘিনী’। ২০১৬ সাল থেকে মুক্তির সামনে এসেও আটকে গিয়েছিল। ২০১৯ সালের মে মাসে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক স্বয়ং। ছবির গল্প স্ক্রিপ্ট লিখেছেন পিঙ্কি পাল। মুক্তি পাওয়া ওই টিজারের কোনও রাজনৈতিক বিতর্ক না থাকলেও একটি সাধারণ মেয়ের জীবনে প্রেমের ছোঁয়ার মতো ছবির মূল চরিত্র ইন্দিরার ব্যক্তিগত জীবনে প্রেম বিবাহের হালকা আভাস যেন মুখ্যমন্ত্রীর প্রেম জীবন ছিল বা কোনও এক সময় বিবাহের দিকে এগিয়ে গিয়েছিল, তারই আভাস দিয়েছে। যদিও এই ছবির পরিচালক নেহাল জানিয়েছেন, ছবিটি মমতার জীবন নিয়ে তৈরি নয়।যদিও টিজার যেন এই বিষয়কেই বেশি করে সামনে এনে দিচ্ছে। এই ছবির পোস্টার লঞ্চের সময় ছবির প্রধান চরিত্র রুমা চক্রবর্তী অবশ্য বলেছিলেন, এই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের আদলে তৈরি হয়েছে। বিতর্কিত টিজারের অংশ প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, আমি মনে করি প্রত্যেকটি সাধারণ মেয়ের জীবনে প্রেম, বিবাহ এই বিষয়গুলি আসে। আমার ছবির চরিত্রেও এসেছে। তা বলে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের কথা বলছে তা কিন্তু নয়। এটা সমাজের একজন আইকনের আদলে তৈরি একটি মেয়ের চরিত্রের সাধারণ দিক। সেটাই আমি দেখাতে চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নারী স্বাধীনতার কথা বলে, আমার ছবিও সেই কথা বলেছে। ছবির চরিত্র ইন্দিরা মানুষের জন্য লড়তে রাজনীতির পথ বেছে নিয়েছে। মুখ্যমন্ত্রীর জীবনের সঙ্গে শুধু এটাই মিলে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct