সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রায় দুই মাস পরও জম্মুর গৃহবন্দি সব রাজনীতিককে মুক্তি দেওয়া হল। তবে কাশ্মীর উপত্যকার রাজনীতিকদের এখনও মুক্তি দেওয়া হয়নি।
জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনি কর্মকর্তা নির্বাচনের কথা ঘোষণা করার পরই রাজনৈতিক নেতাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানানো হয়। তবে কাশ্মীরের নেতাদের বন্দিত্ব এখনও বজায় রাখা হয়েছে। এবিষয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তারা জানিয়েছেন, জম্মুর যেসব নেতা গৃহবন্দি ছিলেন তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। জম্মুর মুক্তি পাওয়া নেতাদের মধ্যে দেভেন্দ্রর সিং রানা, রমন ভল্লা, হার্শদেব সিং, চৌধুরি লাল সিং, ভিকর রাসুল, জাভেদ রানা, সুরজিত সিং স্লাথিয়া ও সাজ্জাদ আহমেদ কিচলুরা রয়েছেন।পঞ্চায়েতরাজ ব্যবস্থার দ্বিতীয় পর্যায় ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা, এই কারণেই স্থানীয় রাজনীতিকদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct