এবার আসছে রেকর্ড গতিতে ভ্রমণ করতে পারে এমন একটি বিমান। শব্দের গতির চেয়ে ৪ গুণ বেশি হবে এই বিমানের ছুটে চলার গতি। আর এতে ঢাকা থেকে নিউইয়র্ক ভ্রমণ করতে আপনার সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। অর্থাৎ আপনার এখন যে সময় লাগে তার চেয়ে ৮০ শতাংশ কম। এই বিমানটিতে ব্যবহার করা হবে হাইপারসনিক রকেট ইঞ্জিন। যে রকেট শব্দের গতির চেয়েও দ্রুত ছুটে। ইংল্যান্ডের মহাকাশ সংস্থা গত এক কনফারেন্সে এমনই জানাল।তবে এ কাজ তারা একা করবে না, সঙ্গী হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা। দুই সংস্থার এই সম্মতি-চুক্তির নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড ফার্স্ট স্পেস ব্রিজ।’ একটি যাত্রীবাহী বিমান এত দ্রুত ছুটতে হলে চাই ইঞ্জিনের স্বাভাবিকের চেয়ে বেশি গরম হওয়া। বেশি শক্তি উৎপাদন করা। প্রকৌশলীরা এ জন্য ব্যবহার করবেন রকেটের গতি ও জেট ইঞ্জিনের শক্তি। এই দুইয়ে মিলে যে ইঞ্জিন হবে তার নাম সিনারজেটিক এয়ার ব্রেথিং রকেট ইঞ্জিন (ঝঅইজঊ)। একসঙ্গে হবে দ্রুতগতির শক্তিশালী ইঞ্জিন। ইংল্যান্ডের মহাকাশ সংস্থার প্রধান গ্রাহাম টুর্নক বলেন, 'এই ইঞ্জিন ব্যবহারের ফলে বিমানটি যে শক্তি পাবে তাতে লন্ডন থেকে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে যেতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। আর লন্ডন থেকে নিউইয়র্ক যেতে লাগবে মাত্র দেড় ঘণ্টা। আমরা তা ২০৩০ সাল নাগাদ চালু করতে চাই। এই প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct