দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ভারত। বুধবার সেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে নেমেই ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও ময়াঙ্ক আগারওয়াল। টেস্ট কেরিয়ারে এদিন প্রথমবারের মতো ওপেন করতে নামেন রোহিত। ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রথমবার ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ময়াঙ্কও। এর সঙ্গে ৪৭ বছর পর এই প্রথম একসঙ্গে ভারতের দুই ব্যাটসম্যানই দেশের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নামলেন। আগে কখনও ওপেন করেননি তারা। খেলেছেন বিভিন্ন পজিশনে। এর আগে হোমগ্রাউন্ডে একসঙ্গে প্রথম ওপেন করেন সুনীল গাভাস্কার ও রামনাথ পারকর। ১৯৭২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নয়াদিল্লিতে প্রথমবার ওপেন করেন তারা। এর ৪৭ বছর টেস্ট ওপেনার হিসেবে ঘরের মাঠে একসঙ্গে প্রথম ম্যাচ খেলছেন রোহিত-ময়াঙ্ক। মূলত তাদের কাঁধে ভর করে প্রথম দিন ম্যাচে ভালো শুরু করেছে ভারত। বিনা উইকেটে ২০২ রান তুলেছে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত (১১৫)।ময়াঙ্ক আগারওয়াল ৮৪ রানে অপরাজিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct