জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আমেরিকায় আসা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তাঁর সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ইরানি প্রেসিডেন্ট রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা বলিয়ে দেওয়া।সবকিছু একেবারে প্রস্তুত। কিন্তু রুহানি নিজের ঘর থেকে্ বাইরে বের হননি। এভাবেই ভেস্তে যায় বহুল কাঙ্ক্ষিত ওই আলোচনা। ট্রাম্প ও রুহানির আলোচনায় বসানোর জন্য মাখোঁ নন, কয়েক মাস ধরে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা চালান ফরাসির কর্মকর্তারা। ব্যক্তিগতভাবে অনুরোধ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের শিনজো আবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মতো নেতারা। ওই ঘটনার আগের দিন জাতিসংঘের অধিবেশন চলাকালিন ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য রুহানির প্রতি আহ্বান জানাতে দেখা যায় মাখোঁ ও বরিসকে। মাখোঁ তো রুহানিকে বলেই বসেন, ‘বৈঠক ছাড়া আপনি যদি দেশটি ত্যাগ করেন, তাহলে সেই সুযোগ আপনি হারাবেন।’ এরপর মাখোঁ যখন রুহানির ঘরে প্রবেশ করেন, তখন তিনি শুয়ে ছিলেন। মাখোঁ ট্রাম্পের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে রুহানি জবাব দেন, ‘এটা শুধু আমাদের নিয়ে খেলা করা। ট্রাম্পের পক্ষে থেকে কোনো নিশ্চয়তা আসবে না।’ জানা গিয়েছে, ট্রাম্পের ফোন থেকে ফোন আসে। সেটা মাখোঁ ধরেন। কিন্তু রুহানি সে ফোন হাতে নেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct