একমাত্র মহাত্মা গান্ধীই ছিলেন যিনি নোবেল কমিটির পক্ষ থেকে ৫ বার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯ এবং ১৯৪৭ সালে মনোনয়ন দিলেও ১৯৪৮ সালে শান্তিতে নোবেল তাঁরই পাবার কথা ছিল। কিন্তু সে বছর ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে মৃত্যু হওয়ায় গান্ধীকে পুরষ্কার দিয়ে খাটো করা যায়নি।
যে দেশের বিরুদ্ধে গান্ধী সারাজীবন যুদ্ধ করেছিলেন সেই গ্রেট ব্রিটেন তার মৃত্যুর ২১ বছর পর তার সম্মানার্থে স্ট্যাম্পে গান্ধীর ছবি ছাপায়।
গান্ধীর নামে ভারতে ৫৩ টি বড় রাস্তা এবং সারা পৃথিবী জুড়ে ৪৮ টি রাস্তার নামকরণ করা হয়। শুধুমাত্র এই নয়, ‘Time Magazine’ এর ‘Man of the Year 1930’ হয়েছিলেন মহাত্মা গান্ধী।
দেশের মানুষের জন্য যারা জীবনের সব অর্জন উৎসর্গ করেন বরাবর তাদের বলি হতে হয় নষ্টদের হাতে। মহাত্মা গান্ধী নিজেও এর হাত থেকে মুক্তি পাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct