রাজনৈতিক কলতান এখন শান্ত, অতএব বহুদিন পর রবীন্দ্রসঙ্গীতের ইতিউতি আনাগোনা টের পাওয়া গেল। রবীন্দ্রজয়ন্তী যেহেতু, সেহেতু আকাশভরা সূর্য-তারার উদাত্ত অস্তিত্বের টের পাওয়া গেল বেশ কয়েকটা দিন পর।পলতা থেকে পাকুড়, সবখানে আজ ছিল ঠাকুর পুজো, রবীন্দ্রনাথ ঠাকুরের। পুজো তো করলাম নিষ্ঠাভরে, আত্মস্থ করলাম কতটা? সঙ্কীর্ণ স্বার্থে ক্রমাগত সংঘাতরত হিংসাদীর্ণ এই বঙ্গীয় সমাজে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকতে পারতেন অন্যভাবে। ধূপ-দীপ-মালা ছেড়ে আমরা যদি তাঁর ভাবের ঘরে প্রবেশ করতে পারতাম রবীন্দ্রনাথ অধিকতর খুশি হতেন, এই নিয়ে সংশয়ের অবকাশ থাকে না।