অনেকে এখনও পুরানো মডেলের মোবাইলফোন ব্যবহার করে থাকেন। সেই মোবাইলে অনেকে আবার হোয়াটস্যাপ ব্যবহার করে থাকেন। তবে একবার যদি আনইনস্টল হয়ে যায়, তাহলে আর এই ফোনগুলোতে হোয়াটস্যাপ ইনস্টল করা যাবে না বলে জানাল সংস্থা। এর আগেই অ্যান্ড্রয়েডের পুরানো সংস্করণগুলোতে আপডেট বন্ধ করেছিল সংস্থা। এবার নতুন করে ইনস্টল, নতুন অ্যাকাউন্ট তৈরি ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যাবে না বলে জানিয়ে দিল সংস্থা। তবে, এখনই পুরোপুরি অ্যাপ বন্ধ করছে না সংস্থা। তবে, ভেরিফিকেশন বন্ধ করে দেওয়ায় কোন কারণে নতুন করে অ্যাপ ইনস্টল করা যাবে না বা নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। অ্যান্ড্রয়েড 2.3.7 এবং আরও পুরানো সংস্করণের ফোনগুলোতে বন্ধ করে দেওয়া হল হোয়াটস্যাপ\'র সাপোর্ট। আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। তবে শুধু অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই নয়। নিয়ম চালু হচ্ছে iOS-এর পুরানো সংস্করণগুলোর ক্ষেত্রেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct