প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করেছে সৌদি আরব। এর ফলে মোট ৪৯টি দেশের নাগরিকরা সেখানে ঘোরার সুযোগ পাবেন। তবে দেশটিতে গিয়ে কী কী করতে পারবেন না, এবার তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। যার মধ্যে আছে, এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে যৌনতা প্রকাশ পায়।অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না। নামাজের সময় গান বাজানো যাবে না। পোষা প্রাণীর বিষ্ঠা পরিস্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। যেখানে সেখানে থুথু ও ময়লা ফেলা যাবে না। বাণিজ্যিক গাড়িতে ভুল করেও বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসা যাবে না। খোলা জায়গায় কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে। পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সঙ্গে যায় না এমন পোশাক পরা যাবে না। পাবলিক প্লেসে আপনার পোশাকে বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উস্কে দিতে পারে, এমন পোশাক পরা যাবে না। অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেওয়ালে লেখালেখি, আঁকাআঁকি করা যাবে না। শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না। বৈদুতিক কোনো কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখানো বা ক্ষতি করা যাবে না।অনুমতি ছাড়া কারো ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরণের কাজগুলি করলে আপনাকে গুণতে হবে মোটা অথের জরিমানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct