এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলো বাংলাদেশের ক্রিকেটার নাজমুস সাকিব। গ্রেপ্তার হওয়ার পর ক্রিকেটার পরিচয়টি গোপন রাখলেও পরে জেরার মুখে স্বীকার করেন তিনি। ২৮ বছর বয়সী নাজমুস সাকিব ২০১০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। বাংলাদেশ বিমান, সূর্যতরুণ, ব্রাদার্সের মতো ক্লাবে খেলেছেন এ অফস্পিন অলরাউন্ডার। জানা গিয়েছে, মোবাইল ফোন হাতিয়ে নেওয়ায় পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন ক্রিকেটার নাজমুস সাকিব। সিলেটের ওসমানীনগরে এক যুক্তরাজ্য প্রবাসীকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তোলার পর ওই ব্যক্তির ফোনটি বাগিয়ে নেওয়ার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে, পুলিশের জিজ্ঞাসাবাদে নাজমুস সাকিব নিজেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৭তম (বিসিএস) এ উত্তীর্ণ পুলিশ ক্যাডার হিসেবে পরিচয় দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct