পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার। বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। দাম নিয়ন্ত্রণে আনতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এদিন ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড (ডিজিএফটি)’এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, 'আজ থেকে সমস্ত ধরনের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পেঁয়াজের রফতানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে।’ পেঁয়াজের ফলন হয় মূলত মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের মাকলি এলাকায়। সেখান থেকেই গোটা ভারতের পেঁয়াজ আমদানি করা হয়। আবার নাসিকের পেঁয়াজ রফতানি হয় প্রতিবেশি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আরব আমিরশাহীতেও। চলতি বছরে অতি বূষ্টির ফলে কার্যত বন্যায় ভাসছে নাসিক ও মাকলি। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বিঘার পর বিঘা কৃষি জমি। যার প্রভাব পড়েছে পেঁয়াজ চাষেও। ফলে তলানিতে গিয়ে ঠেকেছে উৎপাদন। যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।
গত এক মাসে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতি কিলোগ্রাম পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকেতে। আর সেই কারণে পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি ঠেকাতেই রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct