পাকিস্তানে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে অনেক কাটখড় পোড়াতে হয়েছে পাকিস্তানকে। এর মধ্যে শ্রীলংঙ্কা, জিম্বাবোয়ে সংক্ষিপ্ত সফর করেছে পাকিস্তানে। এবার তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলতে পাকিস্তান সফরে গেছে পাকিস্তান। দীর্ঘদিন পরে তাই পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের সুযোগ পায় তারা। কিন্তু করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেল। এমনকি ম্যাচে টস করাও সম্ভব হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আরও দেরি করতে হবে। পাকিস্তানে দু'দিন ধরেই বৃষ্টি হচ্ছে। ক্রিকেটাররা অনুশীলন করতে না পেরে ক্যারাম খেলছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ নজরে পড়েছে। করাচির স্টেডিয়ামে জল জমে গিয়েছে।পরে বৃষ্টি থামলেও মাঠে এতো পরিমাণ জল জমে যায় যে, তার পরিচর্যা করে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct