একটি শিশু তাঁর প্রাথমিক শিক্ষা পায় তাঁর পরিবার থেকেই। শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার মা ও বাবা। ছোট হওয়ার কারণে আপনার শেখানো বিষয়গুলো হয়তো সে বারবার ভুলে যেতে পারে। সেই জন্য বাবা মাকে একই বিষয় বারবার শেখাতে হয়।
মনোবিদের কিছু পরামর্শ যা শিশুদের শেখানোর ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন।
যেমন -
ছোট ছড়ায় বা গানে শেখান :
এই সময়ে শিশুরা সুর, লয়, ছন্দ এসবের প্রতি খুব আগ্রহী হয়ে থাকে। তারফলে তারা সহজেই এগুলোর সঙ্গে একাত্ম হয়ে পড়ে। এ জন্য ছড়া বা গানের মাধ্যমে শিশুকে কিছু ছোট ছোট শব্দ, পশুপাখির নাম বা কথা শেখানোর চেষ্টা করুন। ছড়ার ছন্দের জন্য যেকোনও শেখানো জিনিস শিশুর মনে রাখতে সুবিধা হয়।
আশেপাশে শান্ত রাখুন :
শিশুকে যখন কোনও কিছু শব্দ বা কথা শেখাবেন তখন আশেপাশে আওয়াজ বা হৈ চৈ না হয়, সেদিকে খেয়াল রাখুন। আশেপাশে আওয়াজ হলে কৌতুহলবশত শিশুর মন সেদিকেই চলে যায়। যার ফলে সেই সময়ে আপনার শেখানো জিনিস সে মন দিয়ে শুনতে পারে না।
বারবার বলুন :
যে জিনিসটি আপনার শিশুকে শেখাতে চাইছেন তা একবার নয় বারবার বলুন। কারণ ছোট শিশুদের পক্ষে একবার শুনে বা দেখে সবকিছু মনে রাখা সম্ভব নয়। তাই যা শেখাবেন তা বারবার করে বলুন বা শেখান।
ভিডিও বা ছবির মাধ্যমে :
ভিডিও বা ছবি দেখিয়ে শেখানোর চেষ্টা করুন। একসঙ্গে দেখা ও কথাগুলো শোনার ফলে সে অনেক তাড়াতাড়ি যেমন শিখতে পারে তেমন অনেক দিন মনে রাখতে পারে।
হাসিমুখে শেখান :
আপনি যখন শিশুকে কিছু শেখাবেন তখন মুখ গম্ভীর করে রাখবেন না হাসি মখে শেখাবেন। কারণ মখে হাসি না থাকলে শিশুর শেখার ইচ্ছা কমে যায়।আপনার মুখের হাসিই শিশুর মধ্যে ইতিবাচক আগ্ৰহ তৈরি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct