ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের নোটিফিকেশনে আমরা প্রায় বিরক্ত হয়ে যাই। প্রয়োজন ছাড়া অতিমাত্রায় যদি নোটিফিকেশন আসতে থাকে তখন অনেকের ভালো লাগে না। তাই এ বিরক্ত থেকে মুক্তি পেতে বন্ধ করা যেতে পারে নোটিফিকেশন। জেনে নেওয়া যাক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম নোটিফিকেশন বন্ধ করার উপায় । প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর নোটিফিকেশনে যেতে হবে। এখানে কনভার্সেশন টোন্স বক্স আনচেক করতে হবে। এরপর সব গ্রুপের নোটিফিকেশন বন্ধ হবে। তবে আপনারা আলাদা আলাদা গ্রুপে গিয়েও তা মিউট করতে পারবেন। ফেসবুকে নোটিফিকেশন বন্ধ করতে হলে নিজের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকের অ্যাপ ওপেন করুন। এবার এখানে তিনটি হরাইজেন্টাল লাইন দেখা যাবে। এখানে ক্লিক করুন এবং এখানে সোয়াইপ ডাউন করে নোটিফিকেশন সেটিংসে অপশন পাবেন। এতে ট্যাপ করে এখানে নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে, যা বন্ধ করতে চান তার ওপর ক্লিক করুন। এবার পরিবর্তন সেভ করে নিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct