দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের এক ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে ইলিশ আমদানির অনুমতি দিতে অনুরোধ জানায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ইলিশের বিনিময়ে বাংলাদেশকে নির্ধারিত শুভেচ্ছামূল্য পরিশোধ করবে ভারত। তবে এর উদ্দেশ্য রফতানি বাণিজ্য নয়। ইলিশ রপ্তানি অনুমতির মেয়াদ এক বছর। চাইলে ৫০০ মেট্রিন টন ইলিশ একবারে কিংবা পুরো বছরে নিতে পারবে ভারত। ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রপ্তানি নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। সে বছরেরই ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct