১২ বছরের দিব্য এখন ঘাটালের জলবন্দী প্রতাপপুরের বাসিন্দাদের কাছে যোগাযোগের অন্যতম ' লাইফলাইন '। কীরকম ! দেওয়া যাক দিব্যর পরিচয় -- পুরোনাম দিব্যানন্দ মণ্ডল, বয়স সবে ১২ পেরিয়েছে, বাবার নাম - বনমালি মণ্ডল, পেশায় রাঁধুনি, মায়ের নাম - চায়না মণ্ডল, গৃহবধূ। সাকিন -- প্রতাপপুরের পাত্রপাড়া। দিব্যানন্দ স্থানীয় প্রতাপপুর হাইস্কুলের ক্লাস সিক্সের ছাত্র। গ্রামের বাসিন্দারা তাকে দিব্য নামেই বেশি চেনে। এই দিব্যই এখন প্রতাপপুরের জলবন্দী দুর্গত মানুষদের কাছে অন্যতম ভরসা। জেঠুর নৌকা নিয়ে দিব্য নিজেই দুর্গতদের সাহায্যে এগিয়ে আসছে। ভিটেমাটির টানে ঘাটালের ত্রাণ শিবির বা আত্মীয় বাড়ি থেকে ফেরা বহু পরিবার এখন প্রতাপপুরে ফিরে এসেছেন। চারদিকে জল থৈ থৈ এর মাঝেই কেউ উঠেছেন কারোর দোতলা বাড়িতে, কেউবা ছাদের উপর ত্রিপল টাঙিয়ে মাথা গুঁজেছেন। আশ্রয় তো হয়েছে, জলবেষ্টিত এলাকায় যেখানে পা ফেললেই হাঁটু বা কোমর সমান জল, সেখানে যাতায়াত হবে কী করে ! এখানেই ডাক পড়ছে ক্লাস সিক্সের দিব্যানন্দের। হাঁক পাড়লেই নৌকা নিয়ে সটান হাজির দিব্য। কারোর চাল ডাল তেল আনতে হবে, কারোর ওষুধপাতি, কারোর আবার মোবাইলে চার্জ দিয়ে আনতে হবে -- শিলাবতীর জল ঠেলে দিব্যি এগিয়ে কাজ হাসিল করছে দিব্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct