বিয়ের আগে যৌন সম্পর্ককে নিষিদ্ধ করতে নতুন একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন ইন্দোনেশিয়ায় সাধারণ মানুষ। এদিন জাকার্তায় সংসদের সামনে ছাড়াও অন্যান্য শহরেও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যদিও পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে বলে অভিযোগ।ওই আইন অনুযায়ী অধিকাংশ গর্ভপাত অপরাধ হিসেব চিহ্নিত হবে এবং প্রেসিডেন্টকে অবমাননাও অবৈধ হিসেবে বিবেচিত হবে। প্রস্তাবিত বিলটি পাস হতে দেরি হলেও বিক্ষোভকারীরা মনে করছেন শেষ পর্যন্ত সংসদে বিলটি অনুমোদিত হতে পারে। ওই বিতর্কিত বিলটির প্রস্তাবিত নতুন আইনে রয়েছে, বিয়ের আগে যৌন সম্পর্ক অপরাধ এবং দোষী প্রমাণিত হলে শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিয়ে ছাড়া একসাথে বসবাস করলে সর্বোচ্চ ছয় মাসের জেল। চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা ধর্ষণের পরিস্থিতি না হলে গর্ভপাতের শাস্তি সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড। এছাড়া প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের মত প্রতীক অবমাননা অবৈধ হিসেবে বিবেচিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct