ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের অমৃতসরে প্রচুর একে-৪৭ ও গ্রেনেড ফেললো পাকিস্তান।জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার জন্যই ওই অস্ত্র ফেলা হয়েছে বলে পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।গত ১০ দিনে ওই ড্রোন আটবার হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।সূত্র মারফত জানা গিয়েছে, ড্রোন থেকে স্যাটেলাইট ফোনও ফেলা হয়েছে। এই ড্রোনগুলি ৫ কেজি পর্যন্ত বস্তু বহনে সক্ষম। তাছাড়া এগুলি খুব দ্রুত উড়তে পারে। এদের সনাক্ত করাও কঠিন। স্যাটেলাইট ফোন সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্য নিষিদ্ধ। সুতরাং এই ফোনগুলি ফেলার অর্থ এগুলি জঙ্গিদের জন্যই ফেলা হয়েছে। যাতে তারা জম্মু ও কাশ্মীরে হানা দিতে পারে।
তবে ড্রোনটিকে এখনও ধরা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct