৩৭০ নং ধারা বাতিল করার পর থেকে জম্মু-কাশ্মিরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা।স্থানীয় বাসিন্দারা আপনজনদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সরকার অনুমোদিত কিছু নির্দিষ্ট ল্যান্ডলাইন ছাড়া যোগাযোগের আর কোনও ব্যবস্থা নেই। এ অবস্থারই সুযোগ তুলছেন কিছু ব্যবসায়ী। এক মিনিটের কথার জন্য ৫০ টাকা নিচ্ছেন।তাংমার্গ এলাকার এক বাসিন্দা জহুর আহমদ মীর বলেন, পাট্টান এলাকার কাছে এক দোকানদার ওই দোকানের ল্যান্ডলাইন ব্যবহারের জন্য তার কাছ থেকে প্রতি মিনিটে ৫০ টাকা দাবি করেছেন। ফলে বাধ্য হয়ে জহুর ৩৮ কি.মি পাড়ি দিয়ে শ্রীনগরে তার এক বন্ধুর অফিসে গিয়ে প্রয়োজনীয় ফোনটি সারেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে টানা ৫১ দিন যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মিরে এভাবেই চলছে বেআইনি ব্যবসা এবং অসময়ের সুযোগ নিয়ে বাড়তি রোজগারের চেষ্টা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct