গভীর রাতে প্রচন্ড শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল বাসিন্দাদের। শব্দের উৎসের দিকে সবাই যখন ছুটে যাচ্ছেন, দেখা যায় ক্রেন দিয়ে রাস্তার ধারের এটিএমের কাউন্টার ভাঙছে একদল মুখোশধারী দুষ্কূতি। ক্রেন দিয়ে এটিএমের টাকার ভল্ট সোজা তুলে নেওয়া হল পাশে রাখা একটি গাড়ির ছাদে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি নিয়ে চম্পট দিল মুখোশধারীদের দল। এমন ঘটনা ঘটলো উত্তর আয়ারল্যান্ডের ডানিগভেনে। অ্যাকশন মুভির কায়দায় এটিএমের টাকা চুরি করে এক দল দুষ্কৃতি। প্রথমে কাছেই একটি নির্মীয়মান আবাসনের থেকে ক্রেনটি চুরি করে মুখোশধারীরা। তারপর সেটি ব্যবহার করে দেওয়ালে বসানো এটিএম ভেঙে টাকার ভল্ট বের করে আনে তারা। তারপর পাকা হাতে ক্রেনের সাহায্যেই ভল্টটি চাপিয়ে নেয় পাশে রাখা একটি কালো গাড়ির ছাদে। মোট সাড়ে চার মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ সেরে চম্পট দেয় মুখোশধারীরা।
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে স্থানীয় প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইরিশ পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct