চোখ ধাঁধানো ডিসপ্লেযুক্ত সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা বিশিষ্ট মি মিক্স আলফা নামের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। মি মিক্স আলফাই বিশ্বে প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। স্যামসাং ও হুয়াওয়ে যখন ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরিতে ব্যস্ত তখন নতুন ধরনের স্মার্টফোন ডিসপ্লে দেখাল শাওমি। এতে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পেছনের দিকে চলে গিয়েছে। এর ফলে মি মিক্স আলফার ডিসপ্লের পাশে বেজেল থাকছে না। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ২০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামের থাকবে। স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে নতুন ক্যামেরা সেন্সর তৈরি করেছিল বেইজিংভিত্তিক প্রতিষ্ঠানটি। এ সেন্সরটি নতুন স্মার্টফোন ব্যবহৃত হবে। এ ছাড়া স্মার্টফোনটিতে টাইটেনিয়াম অ্যালয়, সিরামিক ও সাফায়ার ব্যবহার করছে শাওমি। ৭.৯২ ইঞ্চি ফ্লেক্সিবল ডিসপ্লের ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট, ১২ জিবি রাম, ৫১২ জিবি স্টোরেজ থাকবে। এর ব্যাটারি হবে চার হাজার ৫০ এমএএইচ। এর ওজন হবে ২৪১ গ্রাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct